আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ।

 সবাই কেমন আছেন ? 

আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন ।

আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি ।

আজকে আমরা অষ্টম শ্রেণির প্রথম সপ্তাহের অ্যাসাইনমেন্টের উত্তর জানব ।

তো চলুন প্রথমে অষ্টম শ্রেণীর বাংলা অ্যাসাইনমেন্ট এর প্রশ্ন টি দেখে নেই  । 

 অষ্টম শ্রেণীর প্রথম সপ্তাহের বাংলা অ্যাসাইনমেন্টের প্রশ্ন; 


 


এটাই হল প্রশ্ন। 


 চলুন আমরা উত্তর টি দেখে নি ।


শ্রেণী ; অষ্টম 


বিষয় ; বাংলা 


অ্যাসাইনমেন্ট নং 1


এসাইনমেন্ট এর শিরোনাম : চারপাশের পশুপাখির প্রতি দায়িত্ব নিরূপণ ।




 উত্তর; 


ক) পশু পাখির তালিকা ; 

         পশুর তালিকা;          ।       পাখির তালিকা ; 

 ---------------------------------------------------------------------------        গরু, ছাগল, কুকুর  ,       । মুরগি,  হাঁস , ময়ূর ,

বিড়াল , মহিষ ,  হাতি,         । ময়না, দোয়েল, টিয়া , 

শিয়াল,   বাঘ  , ঘোড়া,         । কোকিল, মাছরাঙ্গা ,পেঁচা  

 সিংহ, বানর , চিতাবাঘ,       । বক,  বুলবুলি , শালিক 

 কাঠবিড়ালি ইত্যাদি             । ইত্যাদি ।

    ___________________     । _________________________





খ) পশুপাখির প্রতি আচরণ ; 

পৃথিবীতে অনেক প্রজাতির পশুপাখি রয়েছে ।  সব পশুপাখি পরিবেশবান্ধব ।   

 পরিবেশের ভারসাম্য রক্ষায় এই পশুপাখির কোন বিকল্প নেই ।

পশু পাখির প্রতি ভালোবাসা , প্রত্যেক জীবের প্রতি দয়া করা ইসলামের অন্যতম শিক্ষা  ।

তাদের যত্ন নেওয়ার মাধ্যমে   আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভ,  অনুগ্রহ পাবো ।

সুতরাং আমরা কখনও তাদেরকে কষ্ট দিব না ।

অনেকে পশুপাখিদের খাঁচায় আটকে লালন-পালন করেন ।

এটি ইসলামের দৃষ্টিতে জায়েজ।  তবে শর্ত হলো ,

তাদের যথেষ্ট পরিচর্যা করতে হবে,  তাদের কষ্ট দেওয়া যাবে না 

আমরা আল্লাহর সৃষ্টি জীবের প্রতি দয়া করলে ,

 তাদের ভালবাসলে আল্লাহ আমাদের প্রতি দয়া করবেন  ।


 গ ) অতিথির স্মৃতি গল্পে  নির্মমতার চিত্র; 


অতিথির স্মৃতি গল্পে কুকুরের প্রতি অনেক নির্মম আচরণ করেছিল মালি বউ ।

অতিথির স্মৃতি গল্পের লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ডাক্তারের আদেশে দেওঘরে গিয়েছিলেন বায়ু পরিবর্তনের জন্য ।

একদিন বিকাল ভ্রমণে গিয়ে পথের একাকীত্ব দূর করতে একটা কুকুরকে অন্ধকার পথে তার বাড়ি পর্যন্ত নিয়ে আসেন । 

লেখক গেট খুলে অতিথিকে বা কুকুরকে ভেতরে ডাক লেও সে বাইরে দাঁড়িয়ে লেজ নাড়াতে থাকে ।

অপরিচিত পরিবেশ বলে সে হঠাৎ করে কিছুতেই ভেতরে ঢোকার সাহস পেল না ।

লেখক সবসময় কুকুরটিকে খাবার দিতেন এবং কর্মচারীদের কে আদেশ দিতেন কুকুরটিকে সবসময় খাবার দিতে ।

কিন্তু মালি বউ বেঁচে যাওয়া খাবার বা অতিরিক্ত খাবার সে নিজে খেয়ে নিত কুকুরকে দিত না বরং কুকুরকে মেরে ধরে বার করে দিতো বাড়ি থেকে ।



ঘ) পশু পাখির প্রতি আমাদের দায়িত্ব ; 


অবলা জীব বলে কোন পশু-পাখিকে দূরে ঠেলে দিয়ে ভালো ব্যবহার থেকে বঞ্চিত করা ঠিক নয় ।


কারণ,  মহান সৃষ্টিকর্তা আমাদের / মানুষদের  সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসেবে সৃষ্টি করে জ্ঞান  ও বিবেক দিয়েছেন। 

 তাই অন্যান্য জীব জন্তুর সেবা, যত্ন করা , রক্ষণাবেক্ষণ  মানুষের  দায়িত্ব ও কর্তব্য। 

জীব জগতের মধ্যেই মহান স্রষ্টার মহত্ত্ব প্রকাশ হয় ।

মানুষ তার চারপাশের জীব জগত নিয়েই  জীবনযাপন করেন ।

আমাদের চারপাশের পশুপাখির প্রতি আমাদের অনেক দায়িত্ব রয়েছে  ।

জীব জন্তুর কে ভালোবাসলে  আল্লাহর প্রতি ভালবাসা প্রদর্শন করা হয় ।

অথিতির স্মৃতি গল্পে প্রানীর প্রতি সময় আচরণ করা ও সহানুভূতি প্রকাশ পেয়েছে।

উদ্দীপকের উক্তি টি তে  শুধুমাত্র আর্ত মানবতাকে নয় , পশুপাখির মতো প্রত্যেক অসহায়  প্রাণীকে ভালোবাসতে হবে ।



এই ছিল আজকের অ্যাসাইনমেন্টের উত্তর । 

আশা করি আপনাদের উত্তর গুলো ভালো লেগেছে । 

এরকম আরো এসাইনমেন্ট এর আপডেট পেতে ,

প্রতিদিন আমাদের এই ওয়েব সাইট টি ভিজিট করুন।  

ধন্যবাদ।  

এতক্ষণ ধরে পোস্টটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এরকম আরো পোস্ট পেতে প্রতিদিন আমাদের এই ওয়েব সাইট ভিজিট করুন।  


কোন কিছু বুঝতে অসুবিধা হলে কমেন্ট করুন ।