বিজয়ের পতাকা গজল এর লিরিক্স।  
             Bijoyer Potaka Gojol lyrics In bengali. 


বিজয়ের পতাকাটা উড়ছে দেখো
সবুজের মাঝে লাল বৃত্তে
এই পতাকা বুকে এগিয়ে যাব, মুছে দেবো রং সব মিথ্যে। {২}


এই পতাকা বুকে এগিয়ে যাব, 

মুছে দেবো রং সব মিথ্যে। 


                 

এই পতাকার লাল রক্ত যেন,

সকল শহীদ গাজী যুদ্ধ

গারো সবুজে তার আজও শোনা যায়

মজলুম মায়েদের চিৎকার।


সকল ত্যাগের যেন একটা দাবি

হতেই হবে জয় সত্যের।


এই পতাকা বুকে এগিয়ে যাব, 

মুছে দেবো রং সব মিথ্যে। 

এই পতাকার ভাজ জরিয়ে আছে

আমাদের শেকড়ের চেতনা



শৃঙ্খল হারা কোন দলের কাছে ,

মানবনা এর অবমাননা



এই পতাকা রবে চেতনা জুড়ে 

আশা জোগাবে সদা চিত্তে 


এই পতাকা বুকে এগিয়ে যাবো

মুছে দেবো রং সব মিথ্যে (২)

,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,


ছিনিয়ে নিতে যদি চায় পতাকা 

ওত পেতে থাকা কোন শকুনে

রাইফেল হাতে ফের গর্জে ওঠো

যুদ্ধের ডাক দেবো তখনই (২)


বাংলার নামে রবে এই পতাকা 

মুখরিত হবে সারা বিশ্বে


এই পতাকা বুকে এগিয়ে যাবো

মুছে দেবো রং সব মিথ্যে (২)

,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,


বিজয়ের পতাকা টা উড়ছে দেখো

সবুজের মাঝে লাল বৃত্তে

এই পতাকা বুকে এগিয়ে যাবো

মুছে দেবো রং সব মিথ্যে (২)

,,,,,,,,,,,,,,,,,,,,

এই পতাকা বুকে এগিয়ে যাবো

মুছে দেবো রং সব মিথ্যে।




এই পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ ।

এই পোষ্টটি আপনার বন্ধুদের মাঝে এবং সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিন।